Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩১st জানুয়ারি ২০১৭

বোর্ডের গঠন

 

 

 (১) সরকার নিম্নতম  মজুরী বোর্ড নামে একটি বোর্ড প্রতিষ্ঠা করিবে।

 (২)নিম্নতম  মজুরী বোর্ড, অতঃপর এই অধ্যায়ে মজুরী

 (ক) চেয়ারম্যান,

 (খ) একজন নিরপেক্ষ সদস্য,

 (গ) মালিকগণের প্রতিনিধিত্বকারী একজন সদস্য এবং

 (ঘ) শ্রমিকগণের প্রতিনিধিত্বকারী একজন সদস্য।

 (৩)   ধারা ১৩৯ এ উল্লিখিত দায়িত্ব  পালনের প্রয়োজনে, মজুরী বোর্ডে নিম্নলিখিত সদস্যদ্বয়ও অন্তর্ভুক্ত হইবেন-

 (ক) সংশ্লিষ্ট শিল্পের মালিকগণের প্রতিনিধিত্বকারী একজন সদস্য।

 (খ) সংশ্লিষ্ট শিল্পে নিযুক্ত শ্রমিকগণের প্রতিনিধিত্বকারী একজন সদস্য।

 (৪) মজুরী বোর্ডের চেয়ারম্যান  ও অন্যান্য সদস্যগণ সরকার কর্তৃক নিযুক্ত হইবেন।